Offers

Special Offers

Terms & Conditions

Terms & Conditions :

BarakahTCL এ স্বাগতম।
আমাদের ওয়েবসাইট ব্যবহার বা আমাদের সাথে অর্ডার করার মাধ্যমে আপনি নিচে দেওয়া শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন। দয়া করে কেনাকাটা করার আগে ভালোভাবে পড়ে নিন।

যোগ্যতা

আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে হলে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে অথবা আপনার পিতা-মাতা/আইনগত অভিভাবকের অনুমতি থাকতে হবে।

পণ্যের তথ্য

আমরা যথাসম্ভব সঠিক পণ্যের বিবরণ, মূল্য এবং প্রাপ্যতা প্রদর্শনের চেষ্টা করি। তবে স্ক্রিন সেটিংসের কারণে রঙ কিছুটা ভিন্ন দেখা যেতে পারে। আমরা যেকোনো ভুল সংশোধন বা তথ্য হালনাগাদ করার অধিকার রাখি, পূর্বে জানানো ছাড়াই।

মূল্য ও পেমেন্ট

সব মূল্য বাংলাদেশি টাকা (BDT)-তে উল্লেখ করা হয়েছে। আমরা ক্যাশ অন ডেলিভারি (COD), বিকাশ, নগদ এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরই অর্ডার প্রসেস করা হবে, তবে COD বেছে নিলে ব্যতিক্রম।

অর্ডার নিশ্চিতকরণ ও বাতিলকরণ

অর্ডার করার পর আপনি একটি কনফার্মেশন পাবেন। বারাকাTCL যেকোনো অর্ডার বাতিল করার অধিকার রাখে যদি পণ্য অনুপলব্ধ থাকে, পেমেন্টে সমস্যা হয় অথবা সন্দেহজনক কার্যকলাপ দেখা যায়। বাতিল হলে আপনাকে জানানো হবে এবং (প্রযোজ্য হলে) টাকা ফেরত দেওয়া হবে।

শিপিং ও ডেলিভারি

আমরা সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি করি। আনুমানিক ডেলিভারি সময় আপনার অবস্থান অনুসারে নির্ভর করবে। বিস্তারিত জানার জন্য আমাদের শিপিং পলিসি দেখুন। কুরিয়ার সার্ভিস বা প্রাকৃতিক কারণে ডেলিভারিতে বিলম্ব হলে তার দায় আমাদের নয়।

রিটার্ন ও এক্সচেঞ্জ

আপনি ডেলিভারির ৩ দিনের মধ্যে উপযুক্ত পণ্য রিটার্ন করতে পারবেন। পণ্য অবশ্যই অব্যবহৃত, না-ধোয়া এবং আসল অবস্থায় থাকতে হবে। বিস্তারিত জানার জন্য আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি দেখুন।

ইউজার একাউন্ট ও নিরাপত্তা

আপনি যদি একটি একাউন্ট তৈরি করেন, তবে লগইন তথ্য গোপন রাখার দায়িত্ব আপনার। আপনার একাউন্টের অননুমোদিত ব্যবহারের জন্য বারাকাTCL দায়ী নয়।

মেধাস্বত্ব

আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট (টেক্সট, ছবি ও লোগো সহ) বারাকাTCL-এর সম্পত্তি এবং অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দায়সীমা

আমাদের পণ্য বা পরিষেবা ব্যবহারের ফলে সৃষ্ট কোনো পরোক্ষ বা আকস্মিক ক্ষতির জন্য বারাকাTCL দায়ী নয়।

শর্তাবলীর পরিবর্তন

আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার রাখি। পরিবর্তনসমূহ এই পাতায় প্রকাশ করা হবে।